প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পি টি আই) কক্সবাজার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আওতাধীন একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ১৯৫৩ সালে স্থাপিত এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণবিহীন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন বিষয়ের জ্ঞানার্জনের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানের বিভিন্ন কলাকৌশল বিষয়ক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এক বছর ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের নাম ‘সার্টিফিকেট ইন এডুকেশন’ কোর্স বা সি-ইন-এড কোর্স। দু’টি ব্যাচ বর্তমানে চলমান। জুলাই-জুন শিক্ষাবর্ষে একটি ব্যাচ এবং জানুয়ারী- ডিসেম্বরে অপর একটি ব্যাচ। প্রতি ব্যাচে ২০০ জন করে মোট ৪০০ জন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের সুযোগ পায়। সাফল্যের সাথে কোর্স সমাপান্তে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) ময়মনসিংহ কর্তৃক সার্টিফিকেট প্রাপ্ত হয়। প্রশিক্ষণ শেষে শিক্ষকগণ স্ব স্ব কর্মস্থলে ফিরে গিয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান,দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োগ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে বলিষ্ট ভূমিকা রাখে।
জুলাই/২০১৩ সাল থেকে দেড় বছর মেয়াদী ‘ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশন’ কোর্স বা "ডিপিএড" কোর্স চালু হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS